
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বড়লেখা সদর ইউনিয়নের কেছরীগুল গ্রামের শাহানা আক্তার রিমা র দুটো কিডনি সম্পন্ন রুপে অকেজা হয়ে গেছে।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী অভিলম্বে কিডনি প্রতিস্থাপন করা না হলে রোগীকে বাছানো সম্ভব নয়। অসহায় দিনমজুর স্বামী তার নিজের কিডনি দিয়ে নিজ স্ত্রীকে বাচানোর চেষ্টা করছেন ।
অসহায় স্বামী তার স্ত্রীকে একটি কিডনি দান করতে সম্মত হয়েছেন। কিন্তু কিডনি তার স্ত্রীর দেহে প্রতিস্থাপনের খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তাই নিরুপায় হয়ে –
বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমদের মাধ্যমে তার অনুমতি সাপেক্ষে সমাজের সর্বস্তরের দেশ ও প্রবাসে থাকা সবার কাছে আর্থিক সাহায্য প্রার্থনা করছেন।
উপজেলা চেয়ারম্যান সুয়েব আহমদ মানবিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।
ডেইলি বড়লেখার পক্ষথেকে ও কিছু সাহায্য দেওয়া হবে ইনশাআল্লাহ
◆ তাই আপনাদের সাধ্য মোতাবেক সাহায্য করার বিনীত অনুরদ রইলো।
অসুস্থ শাহানা আক্তার রিমা বর্তমানে ঢাকা সিডিকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর্থিক ব্যবস্থা হলেই কিডনি প্রতিস্থাপন কাজ শুরু হবে।
নাম : সানজিদা আক্তার রিমা
বয়স: ২৬বছর
পিতা : মৃত আব্দুল জব্বার।
স্বামী : দিন মজুর নাজিম উদ্দিন। (কাট মিস্ত্রি )
গ্রাম : কেছরিগুল বড়লেখা সদর ইউনিয়ন । মৌলভীবাজার
রোগীর সরাসরি
Bkash Personal Number
+88 01719456549
Account Name :AMRAN HUSSAN
Account No :203-1580011114
ডার্চ বাংলা ব্যাংক বড়লেখা
